মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিজিবির কার্যক্রমের মাসওয়ারি হিসাব চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বিজিবির পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মাদক আটক এবং মাদক নিয়ন্ত্রণে নেওয়া কার্যক্রমের জেলাওয়ারি হিসাবও চাওয়া হয়েছে।
এর বাইরে মাদকদ্রব্য সংক্রান্ত বিভিন্ন মামলার সর্বশেষ অবস্থা সহজেই জানানোর জন্য মামলাগুলোর একটি তথ্যভাণ্ডার তৈরির সুপারিশ করেছে কমিটি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে বৈঠকে।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে মূল কমিটিতে প্রতিবেদন আকারে উপস্থাপনে সাব কমিটির মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে করণীয় এবং এর প্রতিরোধের উপায় খুঁজে বের করার জন্য গঠিত সাব কমিটির সিদ্ধান্তগুলো আলোচনা করা হয়।
আহ্বায়ক ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে এই সাব কমিটির দুই সদস্য মো. ফরিদুল হক খান ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
টিপু মুন্সীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মো. মোজাম্মেল হোসেন, শামসুল হক টুকু, ওমর ফারুক চৌধুরী, আবুল কালাম আজাদ, ফখরুল ইমাম ও কামরুন নাহার চৌধুরী অংশ নেন।
No comments:
Post a Comment