জেএসসির গণিত পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র বাইরে নিয়ে উত্তর তৈরির অভিযোগে কুষ্টিয়ার খোকসায় চার শিক্ষককে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিতরা হলেন শমসপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের শিক্ষক দেব কুমার ঘোষাল, সরোয়ার হোসেন, আফিল উদ্দিন এবং আমলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বনাথ দাস।
তাদের দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ
হাজার টাকা করে জরিমানা দিতে হবে। অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও পনেরো দিন কারাভোগ করতে হবে।
ইউএনও রেবেকা খান জানান, জেএসসির গণিত পরীক্ষা চলাকালে শমসপুর উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে প্রশ্নপত্র বের করে ওই স্কুলের শিক্ষক দেব কুমারের বাড়িতে চার শিক্ষক উত্তর তৈরি করছিলেন।
গোপন সংবাদ পেয়ে তিনি আইনশৃংখলা বাহিনীসহ ঘটনাস্থলে অভিযান চালিয়ে গণিত পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রসহ ওই চার শিক্ষককে হাতেনাতে আটক করেন।
No comments:
Post a Comment