আফগানিস্তানের রাজধানী কাবুলের পুলিশ সদরদপ্তরে এক তালেবান জঙ্গির আত্মঘাতী হামলায় অন্তত একজন নিহত হয়েছেন।
এছাড়া শহরটিতে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটলেও সেখানে কেউ হতাহত হননি বলে জানিয়েছে দেশটির সরকার।
ট্যুইটারে পুলিশ সদরদপ্তরে হামলা চালানোর কথা স্বীকার করেছে তালেবান। একজন আত্মঘাতী হামলাটি চালিয়েছে বলে জানিয়েছে গোষ্ঠিটি।
চলতি বছর আফগানিস্তান থেকে অধিকাংশ বিদেশী সেনা চলে যাওয়ার সুযোগ নিয়ে নিজেদের তৎপরতা বাড়িয়ে দিয়েছে বিদ্রোহী তালেবানরা।
২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে আফগানিস্তানের ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল তালেবান।
No comments:
Post a Comment