এক দশকের বিরতির পর আবারও পরিচালনার ফেরার ঘোষণা দিলেন কবরী। ‘আমারে তুমি অশেষ করেছো’ শীর্ষক রবীন্দ্র সংগীত অবলম্বনে সিনেমাটি নির্মাণ করবেন বলে জানালেন তিনি।
২০০৬ সালে মুক্তি পাওয়া ‘আয়না’ সিনেমাটির পর এটি হতে যাচ্ছে তার পরিচালিত দ্বিতীয় সিনেমা । কবরী সিনেমাটি শুরু করেন ২০০৪ সালে।
সিনেমায় মুখ্য চরিত্রে কারা থাকছেন, চিত্রনাট্য কার বা প্রযোজনা কে করছেন কিংবা কবে নাগাদ শুরু হবে শুটিং - এসব বিষয়ে কিছুই নিশ্চিত করেননি কবরী। গ্লিটজকে বললেন, “এখন পরিকল্পনা চলছে। সবকিছু চূড়ান্ত হলে এমনিতেই জানতে পারবে সবাই।”
ছবি : তানভীর আহম্মেদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
তবে প্রদর্শনীতে উপস্থিত ‘অনেক সাধের ময়না’র পরিচালক জাকির হোসেন রাজু তাকে জানান যে, তার সিনেমাটি কোনো ভাবেই ‘ময়নামতি’ সিনেমার রিমেইক নয়। একই গল্প অবলম্বনে নির্মিত হলেও ‘ময়নামতি’র পরিচালক কাজী জহিরের সঙ্গে তার ‘ভাবনার’ কোনো মিল নেই বলে সে সিনেমা থেকে একমাত্র ‘অনেক সাধের ময়না’ গানটি ছাড়া আর কিছুই তিনি ব্যবহার করেননি। বাপ্পী, মাহি ও মিলনকে তিনি ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছেন বলেও জানান।
পরে কবরী বলেন, “কাজী জহির ও চিত্রা ফিল্মসের ‘ময়নামতি’ সিনেমাটি বাংলা চলচ্চিত্রে একটি মাইলফলক হয়ে আছে। সে সিনেমাকে নতুনদের মধ্যে নতুনভাবে উপস্থাপন করা সত্যিই প্রশংসার দাবিদার।”
No comments:
Post a Comment