আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার একদলীয় শাসন ব্যবস্থা চালুর ‘গোপন ষড়যন্ত্র’ করছে বলে দাবি করেছেন খালেদা জিয়া।
এরশাদবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ-বিএনপিসহ তিন জোটের ডাকে ঢাকা অবরোধের সময় ১৯৮৭ সালের ১০ নভেম্বর পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন, যার বুকে-পিঠে লেখা ছিল- ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’।
খালেদা জিয়া বলেন, “১৯৯০ গণতন্ত্র ফিরিয়ে আনতে গিয়ে নূর হোসেন জীবন উৎসর্গ করেছিলেন। নব্বইয়ের মুক্ত হওয়া গণতন্ত্র আজ আবার শৃঙ্খলিত হয়েছে।
“ষড়যন্ত্র চলছে এদেশ থেকে চিরতরে গণতন্ত্রকে নির্বাসন দিতে। সেজন্য একতরফা নির্বাচন করে একদলীয় সরকার ব্যবস্থা পুনরায় চালু করার গোপন চক্রান্ত এখন স্পষ্ট হয়ে উঠেছে।”
৫ জানুয়ারির নির্বাচন বর্জনকারী বিএনপি ওই ভোটের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ‘অবৈধ’ বলে আসছে। নতুন নির্বাচনের দাবিতে আন্দোলনে রয়েছে তারা।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের জন্য দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান খালেদা।
নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শহীদ নূর হোসেন আমাদের প্রেরণা। তার দৃষ্টান্ত অনুসরণ করে একটি মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।”
No comments:
Post a Comment