counters

Sunday, November 9, 2014

The death of the young girl who falls down a bridge to selaphi

সেলফি তুলতে গিয়ে সেতুর নিচে পড়ে তরুণীর মৃত্যু


সেলফি তুলতে গিয়ে স্পেনের সুভাইলে সেতুর নিচে পড়ে গিয়ে মৃত্যু হল পোল্যান্ডের এক তরুণীর।
২৩ বছরের ডাক্তারির ছাত্রী সিলউইয়া রাজচেল স্পেনে বেড়াতে এসে দুর্ঘটনার কবলে পড়েন। পুয়েন্টে ডি ট্রিনা সেতুর ধারে দাঁড়িয়ে মোবাইলে নিজের ছবি তুলছিলেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিজের ছবি নিজেই তুলতে এতটাই মশগুল হয়ে গিয়েছিলেন যে, কখন সেতুর একেবারে কিনারায় চলে এসেছিলেন তা বুঝতেই পারেননি রাজচেল। সেতুর ১৫ ফুট নিচে কংক্রিট বাঁধানো রাস্তায় পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
শহরের এক মুখপাত্র জানিয়েছেন, নদী বরাবর ওই সেতুটি আরও সুরক্ষিত করার ব্যবস্থা নিচ্ছি প্রশাসন।
মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন রাজচেলের মা। তিনি বলেছেন, আমার বুক ভেঙে গেছে। যা ঘটেছে তা বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে একটা দুঃস্বপ্ন দেখছি।
গুয়াডালকুইভির নদীর ওপর উনিশ শতকে নির্মিত ট্রিনা সেতু পর্যটকদের অন্যতম গন্তব্যস্থল।

No comments:

Post a Comment