Sunday, November 2, 2014
Breaking News (নাটক রাজমহল)
এটিএন বাংলায় ১ নভেম্বর রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক রাজমহলের লেখক।
গোলাম মাওলা রনির রচনায় নাটকটি পরিচালনা করেছেন সবুর খান। নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, নাদিয়া, অহনা, আল মনসুর, তারিক স্বপন, ফাহমিদা, নুপুর, শান্তা প্রমুখ।
নাটকের কাহিনি আবর্তীত রাজমহলের লেখক রায়হান সাহেবকে নিয়ে। আর রায়হান সাহেবের চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান। নাটকে দেখা যাবে লেখক রায়হান সাহেবের দিনকাল ভালই কাটছিল। লেখালেখিতে অল্প সময়ের মধ্যে বেশ নাম করে ফেলেছেন তিনি। নতুন উপন্যাস রাজমহল পাঠক সমাজে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।
এক বিকালে ফুরফুরে মেজাজে উনি রিকশা করে বাসায় ফেরার পথে অভিনব ছিনতাই দলের কবলে পড়েন। কথার জালে মুগ্ধ করে রায়হান সাহেবের সব কিছু তারা কেড়ে নেয়। এর পর থেকেই তার মনোজগতে বিরাট পরিবর্তন দেখা দেয়। স্ত্রী সাহানার সব কিছুই তার অসহ্য লাগে, এই সুযোগে তার খুব কাছে চলে আসে রাজমহল উপন্যাসের একজন ভক্ত অরুণা। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।
Labels:
Dhallywood
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment