ঢাকায়-আসছেন-অরিজিৎ
মঞ্চ কাঁপাতে ৫ ডিসেম্বর ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং।
ইমেকার্সের আয়োজনে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত একটি কনসার্টে অরিজিতের সঙ্গে থাকবেন বাংলাদেশের শিরোনামহীন, সংগীতশিল্পী নির্ঝর, কর্ণিয়া ও রেশমী।
এরই মধ্যে কনসার্টটির টিকিট বিক্রি শুরু হয়েছে বলে জানিয়েছেন ইমেকার্সের ব্যবস্থাপনা পরিচালক নাঈম আশরাফ। সেই সাথে এত বড় একটা আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন এফ এম গুরু এহতেসাম ও সামিয়া আফরিন।
কনসার্টের টিকিট মূল্য রাখা হয়েছে ১০,০০০ টাকা, ৫,০০০ টাকা ও ২,৫০০ টাকা। অনলাইনের www.ezzeticket.com-এ লিংকে টিকিট পাওয়া যাবে। এ ছাড়া অনুসন্ধান করতে পারেন ০১৭৮৭৭১১৪৫৬ নাম্বারে।
.jpg)
No comments:
Post a Comment