মার্ক ক্রেইগের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর ঝড়ো ব্যাটিং করেছেন ব্রেন্ডন ম্যাককালাম। এই দুজনের নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে শারজাহ টেস্টের দ্বিতীয় দিনটি নিজেদের করে নিয়েছে নিউ জিল্যান্ড।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে এক উইকেট হারিয়ে ২৪৯ রান তুলেছে সফরকারী নিউ জিল্যান্ড। ১৭টি চার ও ৮টি ছয়ে ১৪৫ বলে ১৫৩ রান করে উইকেটে আছেন ম্যাককালাম। তার সঙ্গী কেন উইলিয়ামসনের রান ৭৬।