counters

Saturday, November 29, 2014

পাকিস্তানকে উড়িয়ে নিউ জিল্যান্ডের ঝড়ো ব্যাটিং





শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে এক উইকেট হারিয়ে ২৪৯ রান তুলেছে সফরকারী নিউ জিল্যান্ড। ১৭টি চার ও ৮টি ছয়ে ১৪৫ বলে ১৫৩ রান করে উইকেটে আছেন ম্যাককালাম। তার সঙ্গী কেন উইলিয়ামসনের রান ৭৬।

হিউসকে জয় উৎসর্গ করলো বাংলাদেশ





শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ২১ রানে হারায় বাংলাদেশ। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

মুরালিধরনকে ছাড়িয়ে গেলেন সাকিব




হ্যামিল্টন মাসাকাদজাকে বিদায় করে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের ৬০তম উইকেটটি নেন সাকিব। এই উইকেট নিয়েই মুরালিধরনকে পেছনে ফেলেন তিনি।

শ্রীলঙ্কার সাবেক অফস্পিনার মুরালিধরন জিম্বাবুয়ের বিপক্ষে ৩১ ম্যাচ খেলে মাত্র ১৪.৬৭ গড়ে নেন ৫৯ উইকেট।

এবার লড়াই করে জয়




চতুর্থ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২১ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।

‘কপি’ করতে চান না মাহি


ছবি : তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ সিনেমার শুটিংয়ের ফাঁকে একটুখানি সময় বের করে গ্লিটজকে সাক্ষাৎকার দিলেন মাহি।

'এক নারী আমাকে ধর্ষণ করে'




এ বছরের ফেব্রুয়ারি মাসে লস অ্যাঞ্জেলসের একটি গ্যালারিতে ‘#আইএ্যামসরি’ নামের একটি পারফমর্েন্স আর্ট প্রদর্শনীর আয়োজন করেছিলেন ‘ট্রান্সফর্মার্স’ সিরিজ খ্যাত এই তারকা। নয় মাস আগের সেই আয়োজনেই ধর্ষণের শিকার হওয়ার দাবি করছেন লাবেউফ।

'এক কাপ চা' মন্দ নয়







ঢাকাই চলচ্চিত্রের নায়ক ফেরদৌস প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেছেন প্রযোজক হিসেবে। নিজের বিপরীতে মৌসুমীকে নিয়ে তার রোমান্টিক কমেডি ‘এক কাপ চা’ সেসব প্রত্যাশা অনেকটাই পূরণ করতে পেরেছে।

Wednesday, November 12, 2014

অভিনয় আমার শখ: পড়শি




গ্লিটজের সঙ্গে এক আলাপচারিতায় পড়শি বললেন, “যদি কোনো সিনেমার চিত্রনাট্য ও চরিত্র আমার পছন্দ হয় তাহলে অভিনয় করতে কোনো সমস্যা নেই। খুব পছন্দ হলে তো কথাই নেই, আমি প্রধান চরিত্রে অভিনয় করতেও রাজি। নাটকের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত আমার।”

‘সালমানের বোন আমার বোন’



"সালমান এবং আমি এতটাই ঘনিষ্ঠ যে ওর বোন অর্পিতার বিয়ের অনুষ্ঠানে আমাকে কার্ড দেওয়ার কোনো দরকার নেই। তার বোনের বিয়ে মানে আমার নিজের বোনের বিয়ে।" 
দুই দশক আগে 'আন্দাজ আপনা আপনা' সিনেমায় জুটি বেঁধেছিলেন আমির আর সালমান। সেই থেকে তাদের বন্ধুত্ব আজও অটুট। একে অন্যের সিনেমার প্রচারও করে থাকেন মন খুলে। 
দিল্লির ব্যবসায়ী আয়ুশ শর্মার সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন সালমানের বোন অর্পিতা। হায়দ্রাবাদে ১৮ নভেম্বর বসবে তার বিয়ের আসর, এরপর ২১ নভেম্বর মুম্বাইতে হবে জমকালো অভ্যর্থনা অনুষ্ঠান। এতে অংশ নেয়ার জন্য ইতোমধ্যেই নেমন্তন্ন পাঠানো হয়েছে শাহরুখ খানকেও।

ইন্টারনেট আমাকে অনেক ভুগিয়েছে'

সম্প্রতি বিবিসি রেডিও ওয়ানকে সাক্ষাৎকার দেওয়ার সময় ২৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, যদি কখনও ফেইসবুক, ইন্সটাগ্রাম কিংবা টুইটারে আমার নামে কোন অ্যাকাউন্ট দেখেন, বুঝে নেবেন সেটা আমি নই। ইন্টারনেট আমাকে অনেক ভুগিয়েছে। নিজেকে এখন আমার হাইস্কুলের সেই মেয়েটির মত মনে হয়, যাকে নিয়ে হাসাহাসি করে সবাই।
এছাড়াও বললেন, প্রযুক্তির সঙ্গে বোঝাপড়া খুব একটা ভালো নয় তার।
মোবাইল এবং প্রযুক্তি আমি ঠিকমতো ব্যবহার করতে পারি না। ঠিকমতো ইমেইল ব্যবহার করাও আমার জন্য কঠিন, টুইটার তো অনেক দূরের ব্যাপার। আমি বুঝি না টুইটারের ব্যবহার।
চলতি বছরের অগাস্ট মাসে অস্কারজয়ী এই অভিনেত্রীসহ প্রায় শত নারী তারকার গোপনীয় ছবি ফাঁস হয়। আইক্লাউড অ্যাকাউন্ট হ্যাক করে ছবি ফাঁসের ঘটনাটিকে ‘যৌন অপরাধ’ বলে অভিহীত করেন লরেন্স। 

‘গুগল বাস’র যাত্রা শুরু




তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন। গুগলের দক্ষিণপূর্ব এশিয়ার এমার্জিং মার্কেটসের প্রধান জেমস ম্যাকক্লার এসময় উপস্থিত ছিলেন।
‘গুগল বাস বাংলাদেশ প্রজেক্ট’ নামের এই প্রকল্পের আওতায় নয়টি থ্রিজি ইন্টারনেট সংযোগ সম্বলিত মনিটর ও সাউন্ড সিস্টেম সম্পন্ন একটি বাস রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান

আখতারুজ্জামান ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু



বুধবার বেলা সোয়া ২টায় বন্দরনগরীর মুরাদপুরে ফলক উন্মোচনের মধ্য দিয়ে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। 
মুরাদপুর থেকে ওয়াসা জংশন পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার ফ্লাইওভারে চারটি লেইন থাকবে। এছাড়া দুই নম্বর গেইট থেকে বায়েজিদ পর্যন্ত দুই লেনের দশমিক শূন্য সাত কিলোমিটার (নিম্নমুখী) র্যাম্প ও অক্সিজেন থেকে জিইসিমুখী দুই লেইনের এক কিলোমিটার (ঊর্ধ্বমুখী)  র্যা ম্প থাকবে।

যে কোনো দিন যে কোনো স্থানে অভিযান: কাদের




সেই সঙ্গে সারা বছর ধরেই এ অভিযান চলবে জানিয়ে তিনি বলেছেন, “যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো স্থানে এ অভিযান পরিচালিত হবে। যতো বাধাই আসুক এ অভিযান অব্যাহত থাকবে।”
বুধবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএর যৌথ অভিযান দেখতে এসে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, “অসহনীয় যানজট আর্থিক ও

জাহিদ হোসেন খোকনের ১১ ‘যুদ্ধাপরাধ’



বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করবে।
২০১০ সালের ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বহু প্রতীক্ষিত বিচার শুরুর পর এটি হবে দ্বাদশ রায়।
গতবছরের ৯ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে খোকন রাজাকারের বিচার শুরু করে ট্রাইব্যুনাল। তদন্তের শুরু থেকেই তিনি পলাতক।

Tuesday, November 11, 2014

বলিউডের তিন ‘সেক্সি’!



Sanny-top20140726120546
সানি লিওন, পুনম পাণ্ডে না হুমা খুরেশি- পাঠকদের চোখে কে বেশি ‘হট’?
এমন আজব এক প্রতিযোগিতার আয়োজন করেছিল একটি দক্ষিণ ভারতীয় সিনেমার পত্রিকা। পাঠকদের ভোট দিতে  অনুরোধ করা  হয়েছিল। তবে গোপনে। বেডরুমের খবর যেন বাইরে না আসে।
গোপন ভোটের মাধ্যমে পাঠকদের মতামত চেয়েছিল এই দক্ষিণী পত্রিকাটি। প্রাপ্তবয়স্কদের ভোটের হিসাব কষতে গিয়ে পত্রিকা কর্তৃপক্ষ অবাক। রেজাল্ট ‘ট্রাই’। মানে, পাঠকদের চোখে এই তিন কন্যাই নাকি সমান সমান ‘সেক্সি’!
শরীর প্রদর্শনে কেউ কাউকে টেক্কা দিতে  পারলেন না। তবে এতেই মহাখুশি পাঠকরা।  তিন লাস্যময়ীদের ফ্যানেরাই জিততে পেরে উদ্বেল। বলি দুনিয়ার এই তিন কন্যার ধারেকাছে যে আপাতত আর কেউ নেই, তা বলাই বাহুল্য।
এখন দেখার, এই ফলাফলে অনুপ্রাণিত হয়ে সানি লিওন, পুনম পাণ্ডে, হুমা খুরেশি-রা আর কতটা সাসী হন। বা আরও কতটা খোলাখুলি মেলে ধরেন নিজেদের।

আপনার সঙ্গে মুখোমুখি ফেসবুক


facebook
বিতর্ক কয়েক দিন ধরেই চলছিল। ম্যাসেঞ্জার অ্যাপ, গ্রে টি-শার্ট এমন কিছু বোকা বোকা বিষয় নিয়ে মার্ক জুকারবার্গকে আক্রমণ করছিল বিভিন্ন মহল থেকে। এমনকী হলিউডও তামাশা করতে শুরু করেছিল, জুকারবার্গ প্রতিদিনই একটাই ধূসর টি-শার্ট পরেন কেন?
তিরিশ বছর বয়সী এই বিলিয়নার ফেসবুকের ক্যালিফোর্নিয়ার হেডকোয়র্টার থেকে এক ঘন্টা সময় কাটালেন সব প্রশ্নের উত্তর দিতে। এই অনুষ্ঠানের কিছু বিরক্তিকর প্রশ্নের উত্তর দিলেন হাল্কা মেজাজে।
ম্যাসেঞ্জার অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক কেন ফেসবুকে আলাপচারিতা করতে?

৮৭০০ কোটি টাকার চুক্তি সই পদ্মায় নদী শাসনের


padma mawa
পদ্মা সেতু নির্মানে নদী শাসনের জন্য ৮ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে সিনোহাইড্রো কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এ প্রসঙ্গে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সেতু নির্মানে কোনরকম অনিয়ম ও দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না।
আজ সোমবার সন্ধ্যা ৭ টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে  এই চুক্তি সই হয়।

মোদীর মন্ত্রিসভায় বাবুল সুপ্রিয়ও


বিজেপি নেতার সম্প্রসারিত মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন পশ্চিমবঙ্গের বাবুল সুপ্রিয়, সঙ্গীত জগত থেকে রাজনীতিতে এসেই লোকসভা সদস্য নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন তিনি।
রোববার নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে পূর্ণ মন্ত্রী হিসেবে চার জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ১৭ জন শপথ নিয়েছেন বলে পিটিআই জানিয়েছে।
এর মধ্য দিয়ে মোদীর মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৬৬ এ পৌঁছল। গত ২৬ মে ৪৫ জনকে নিয়ে

জাল মুদ্রা ব্যবসায় জেএমবি, তদন্তে এনআইএ


বর্ধমান বিস্ফোরণের তদন্ত চালাতে গিয়ে এমন যোগসূত্র থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। 
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মরর্তা জানান, জঙ্গিরা জাল মুদ্রা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ভারতের অর্থনীতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে কাজ করছে।
“আর এনআইএ এখন এই দৃষ্টিকোণ থেকে তদন্ত চালাচ্ছে।”

নগ্ন করে গ্রাম ঘুরিয়ে নারীকে সাজা


পরিচালনায় ফিরছেন কবরী


ছবি : তানভীর আহম্মেদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
২০০৬ সালে মুক্তি পাওয়া ‘আয়না’ সিনেমাটির পর এটি হতে যাচ্ছে তার পরিচালিত দ্বিতীয় সিনেমা । কবরী সিনেমাটি  শুরু করেন ২০০৪ সালে।
সিনেমায় মুখ্য চরিত্রে কারা থাকছেন, চিত্রনাট্য কার বা প্রযোজনা কে করছেন কিংবা কবে নাগাদ শুরু হবে শুটিং - এসব বিষয়ে কিছুই নিশ্চিত করেননি কবরী। গ্লিটজকে বললেন, “এখন পরিকল্পনা চলছে। সবকিছু চূড়ান্ত হলে এমনিতেই জানতে পারবে সবাই।” 

রুবেলের ‘পারাপার’


১৪ বছরের কারাবাস শেষে ঘরে ফিরেছে রুদ্র। এর মাঝে বদলে গেছে অনেক কিছু। বদলে গেছে তার স্ত্রী, সন্তান। বদলে গেছে চারপাশ। এই বদলে যাওয়া সময়ের সঙ্গেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছে জেল ফেরত রুদ্র। এই রুদ্রর গল্প নিয়েই সঞ্জয় নাগ নির্মাণ করেছেন ‘পারাপার’ সিনেমা।
সঞ্জয় পরিচালিত প্রথম সিনেমা ‘মেমোরিজ ইন মার্চ’। সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লেখেন প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সিনেমাটিতে অভিনয়ও করেন তিনি।

তুলনা করা ধৃষ্টতা: রাজ্জাক


ফাইল ছবি
তার মতে, “চলচ্চিত্রের অভিনেতাদের কেউ কারও মতো হতে পারে না। এটা কখনও সম্ভব নয়। কারও সঙ্গে কারও তুলনা করা আসলে ঠিক না। বিশেষ করে সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের তুলনা করাকে আমি সমর্থন করি না।” 
১৯৬৯ সালে মুক্তি পাওয়া রাজ্জাক-কবরী-আব্দুল জলিল অভিনীত ‘ময়নামতি’ সিনেমার ছায়া অবলম্বনে নির্মিত ‘অনেক সাধের ময়না’ সিনেমাতে তাদের অভিনীত মতি, ময়না ও মনা চরিত্রগুলোতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, মাহিয়া মাহি,

চলে গেলেন স্মৃতিসৌধের স্থপতি মাইনুল



সোমবার দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬২ বছর।
হাসপাতালের পরিচালক আবদুল্লাহ আল শাফি মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাইনুল হোসেন হার্ট অ্যাটাক নিয়ে গতকাল ভর্তি হয়েছিলেন। উনার রক্তচাপেরও সমস্যা ছিল। আজ বেলা আড়াইটায় উনার মৃত্যু হয়।

Monday, November 10, 2014

কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘রতন’



মুহম্মদ জাফর ইকবালের ছোট গল্প ‘রতন’ অবলম্বনে নির্মিত হয়েছে ২৮ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি।
সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে, মুক্তিযুদ্ধের সময় বাবা-মা হারানো সদ্য কৈশোরে পা দেওয়া রতনকে

বোনের বিয়েতে শাহরুখকে সালমানের নিমন্ত্রণ


বাগদত্ত আয়ুশ শর্মার সঙ্গে ১৬ই নভেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন অর্পিতা। বলিউড তারকা ছাড়াও বিয়েতে নিমন্ত্রণ পেয়েছেন রাজনীতি, ক্রীড়া এবং ব্যবসা অঙ্গনের অনেক মহারথীরা। ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বোনের বিয়ের কার্ড দিয়ে এসেছেন সালমান খান।
মুম্বাই সিনেপাড়ার বাসিন্দাদের মধ্যে অর্পিতার বিয়েতে অংশ নেবেন অমিতাভ বচ্চন, আমির খান, দিপিকা পাড়ুকোন, কারিনা কাপুর খান এবং

কাবুলে পুলিশ দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ১


রোববারের এ হামলার ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ছয়জন বলে জানিয়েছে পুলিশ ও তালেবান বিদ্রোহীরা।
এছাড়া শহরটিতে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটলেও সেখানে কেউ হতাহত হননি বলে জানিয়েছে দেশটির সরকার।
ট্যুইটারে পুলিশ সদরদপ্তরে হামলা চালানোর কথা স্বীকার করেছে তালেবান। একজন আত্মঘাতী হামলাটি চালিয়েছে বলে জানিয়েছে গোষ্ঠিটি।

‘বিশ্ব নতুন স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে’


বার্লিন প্রাচীর পতনের ২৫তম বার্ষির্কী উপলক্ষ্যে আগের দিন শনিবার বার্লিনের ব্রানডেনবুর্গ গেইটে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া ভাষণে এ কথা বলেন গর্বাচেভ।
১৯৮৯ সালের ৯ নভেম্বর বার্লিন প্রাচীরের পতনের মধ্যে দিয়ে পূর্ব ও পশ্চিম জার্মানির পুনর্মিলন ঘটে। বার্লিন প্রাচীরের পতন এখন স্নায়ুযুদ্ধের অবসানের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও সোভিয়েত শিবিরে বিভক্ত হয়ে পড়েছিল প্রায় পুরো বিশ্ব। সেই

মোদীর মন্ত্রিসভায় বাবুল সুপ্রিয়ও


বিজেপি নেতার সম্প্রসারিত মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন পশ্চিমবঙ্গের বাবুল সুপ্রিয়, সঙ্গীত জগত থেকে রাজনীতিতে এসেই লোকসভা সদস্য নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন তিনি।
রোববার নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে পূর্ণ মন্ত্রী হিসেবে চার জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ১৭ জন শপথ নিয়েছেন বলে পিটিআই জানিয়েছে।
এর মধ্য দিয়ে মোদীর মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৬৬ এ পৌঁছল। গত ২৬ মে ৪৫ জনকে নিয়ে শুরু হয়েছিল মোদীর নতুন সরকারের যাত্রা।

তারেককে ‘বিশ্ব বেয়াদব’ বললেন শাহেদা


রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্যে আওয়ামী লীগ-বিএনপিতে পরিবারতন্ত্রের সমালোচনাও করেন এই দুটি দল করে আসা ওবায়দুরের স্ত্রী।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর খন্দকার মোশতাক আহমেদের মন্ত্রিসভায় যোগ দেওয়া ওবায়দুর রহমান বিএনপির মহাসচিব থাকা অবস্থায় বহিষ্কৃত হয়েছিলেন।
পরে আবার বিএনপিতে ফিরে আসেন ওবায়েদ আর বিএনপি ক্ষমতায় থাকাকালে শাহেদা শিক্ষা দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

বিক্ষোভে হামলায় ক্ষোভ বিএনপির


গাজীপুর পুলিশি হামলায় তছনছ বিএনপির সমাবেশস্থলবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা গণতন্ত্র বিশ্বাস করে না।”
রোববারের বিক্ষোভ কর্মসূচিতে হামলার নিন্দা জানিয়ে তিনি জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে বলেন, “এটা সরকারের ফ্যাসিজমের সর্বশেষ নমুনা।”
বিক্ষোভে হামলার চিত্র তুলে ধরে সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে

একদলীয় শাসন কায়েমের গোপন ষড়যন্ত্র: খালেদা

দুটি মামলায় হাজিরা দিতে রোববার আদালতে যান খালেদা জিয়া, যে মামলা দুটি রাজনৈতিক ষড়যন্ত্রমূলক বলে বিএনপির অভিযোগনূর হোসেন দিবস’ উপলক্ষে রোববার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন এই দাবি করে বলেন, “স্বৈরাচারী এই শক্তিকে যে কোনও মূল্যে রুখতে হবে।”
এরশাদবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ-বিএনপিসহ তিন জোটের ডাকে ঢাকা অবরোধের সময় ১৯৮৭ সালের ১০ নভেম্বর পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন, যার বুকে-পিঠে লেখা ছিল-  ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’।

জেএসসির উত্তরপত্রে লেখার অভিযোগে ৪ শিক্ষক দণ্ডিত